জুনের মধ্যেই সাড়ে ৩ বিলিয়ন ডলার সহায়তা আসছে: গভর্নর আহসান এইচ মনসুর

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৪ মে, ২০২৫, ১২:০৮
জুনের মধ্যেই সাড়ে ৩ বিলিয়ন ডলার সহায়তা আসছে: গভর্নর আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ছবি - সংগৃহীত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আগামী জুনের মধ্যেই বাংলাদেশ প্রায় ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

গভর্নর জানান, আইএমএফ-এর চতুর্থ পর্যালোচনা (রিভিউ) সফলভাবে শেষ হয়েছে। এর ফলে চতুর্থ ও পঞ্চম কিস্তির মোট ১.৩ বিলিয়ন ডলার একসঙ্গে ছাড় হবে। পাশাপাশি বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, জাপান ও ওপেক ফান্ডসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান থেকে আরও ২ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাওয়া যাবে।

তিনি বলেন, এই অর্থ ছাড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটবে।

বাজারভিত্তিক বিনিময় হার বিষয়ে গভর্নর বলেন, “আইএমএফ আমাদের বলেছিল এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করতে। তখন পরিস্থিতি অনুকূলে ছিল না। তবে এখন বাজার স্থিতিশীল হওয়ায় এই হার বাজারনির্ভর করা হবে।”

তিনি আরও বলেন, “বাজারে ডলারের সরবরাহ ভালো থাকায় নতুন বিনিময় হার বিদ্যমান হারের কাছাকাছিই থাকবে। তবে প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক বড় লেনদেনের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে।”

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ঢাকায় আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয় এবং একই মাসে ওয়াশিংটনে ব্যাংক-ফান্ড বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়।

ড. আহসান এইচ মনসুর জানান, বাজেট সহায়তা পেতে যেসব সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে, তা সরকারের নিজস্ব পরিকল্পনার অংশ। উন্নয়ন সহযোগীদের ভূমিকাও মূলত কারিগরি সহায়তায় সীমাবদ্ধ থাকবে বলে তিনি উল্লেখ করেন।