ঝালকাঠিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

গণহত্যা ও ফ্যাসিবাদী আচরণের অভিযোগ এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১১ মে) দুপুরে ঝালকাঠি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল শেষে ফায়ার সার্ভিস মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। কর্মসূচিতে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ কয়েকটি সংগঠন।
বিক্ষোভকারীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং দলটিকে নিষিদ্ধের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র প্রদানের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন এনসিপি নেতা মাইনুল আসলাম মান্না, ইসলামী আন্দোলনের ঝালকাঠি জেলা সভাপতি আলমগীর হোসেন এবং জামায়াতের স্থানীয় নেতা আবদুল হাইসহ আরও অনেকে। তারা বলেন, “স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন দেশের জনগণের দাবি। আমরা আশা করি, একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে এ দাবিকে বাস্তবায়ন করবে।”
পুলিশের উপস্থিতিতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আপনার মতামত লিখুন