দোয়ারাবাজারে খেয়াঘাটের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ৩:৩২
দোয়ারাবাজারে খেয়াঘাটের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজার খেয়াঘাটের পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।

অভিযানে খেয়াঘাট সংলগ্ন রাস্তায় গড়ে ওঠা ১০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

ইউএনও অরুপ রতন সিংহ বলেন, আমবাড়ি বাজার খেয়াঘাট মান্নারগাঁও, লক্ষীপুর ও সুনামগঞ্জ সদরের রঙ্গারচর ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। সেখানে রাস্তা দখল করে গড়ে ওঠা স্থাপনা জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। এ ধরনের অভিযান প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে চলবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুস সালাম, সার্ভেয়ার ফরিদ উদ্দিন, তহসিলদার মুহিত আহমদ, অফিস সহায়ক কবির আহমদ ও রুয়েল মিয়া।