নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি :
প্রকাশ: ৫ জুলাই, ২০২৫, ৮:৩৬
নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহী নগরীর ভদ্রা পারিজাত আবাসিক এলাকার একটি বাসায় সন্ত্রাসী কায়দায় ঢুকে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী হাবিবা আক্তার মুক্তা।

তিনি জানান, গত ৩ জুলাই দুপুরে তার মেয়ের জামাইয়ের ভাই মাহমুদ হাসান সিসিল একদল সন্ত্রাসী নিয়ে তাদের ফ্ল্যাটে ঢুকে ‘মব পরিস্থিতি’ সৃষ্টি করেন। এ সময় তারা ঘরের ভিতর থেকে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্ত সিসিল স্থানীয় কিছু ব্যক্তি ও পুলিশকে সঙ্গে নিয়ে পুনরায় ফ্ল্যাটে প্রবেশ করে ‘তল্লাশির নাটক’ সাজান। ঘটনাটির সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ ভুক্তভোগী পরিবারের কাছে রয়েছে বলেও দাবি করা হয়।

হাবিবা আক্তার মুক্তা আরও জানান, পারিবারিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই সিসিল এ ধরনের সন্ত্রাসী কাণ্ড ঘটিয়েছেন। ভুক্তভোগীর জামাইকে বিভিন্ন সময় হুমকি-ধামকি, হয়রানি এবং এমনকি বাড়িতে সন্ত্রাসী হামলার মধ্যেও পড়তে হয়েছে বলে অভিযোগ।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ (মামলা) দায়ের করেছে। তবে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনার পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। এটি পূর্বপরিকল্পিত পারিবারিক বিরোধের ধারাবাহিক অংশ বলে দাবি করা হয়।