প্রশাসনে বিএনপির লোক বসে আছে, এমন কথা শিশুতোষ: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার, জাতীয় প্রেসক্লাব:
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ১০:৩৪
প্রশাসনে বিএনপির লোক বসে আছে, এমন কথা শিশুতোষ: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস/নিউজনেক্সট

‘প্রশাসনে বিএনপির লোক বসে আছে—এমন বক্তব্য শিশুতোষ’ – এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রশ্ন তুলেছেন, সচিবালয়ের ভেতরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে বলেই কি তাদের সরানো হচ্ছে না?

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেখানে তিনি অভিযোগ করেন, সচিবালয়ের ভেতরে চারজন এবং বাইরে একজন—সচিব পদমর্যাদার মোট পাঁচজন ব্যক্তি সরকারবিরোধী শক্তির কর্মপন্থাকে বাধাগ্রস্ত করছেন। তিনি দাবি করেন, প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদেও এমন কিছু লোক রয়েছেন যারা ‘ সঠিক পথে চলতে দেবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।’  তার মতে, বিএনপি এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত দল। এখন যারা ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, তারা মূলত বাংলাদেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে তুলে দিতে চায়।’

মির্জা আব্বাস আরো বলেন, বিএনপি চায় নির্বাচন ও সংস্কার, তবে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর সংস্কার নয়। নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করা ঠিক হবে না।

তিনি অভিযোগ করেন, প্রশাসনে বসে থাকা আওয়ামীপন্থী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে কিছু তথাকথিত সংস্কারপন্থী দল, যেমন এনসিপি। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কৌশলে সহযোগিতা করছে।

এ সময় কর্মরত কয়েকজন সচিবের নাম না জানিয়ে তিনি বলেন, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী না থাকলেও তাদের প্রতি ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

বক্তব্যের শেষদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, আপনার আশপাশে যারা আছেন তাদের অনেকেই আওয়ামী লীগের দোসর। আপনি যদি সতর্ক না থাকেন, তারা আপনাকে লাইনচ্যুত করে ফেলবে।