বাগেরহাটে বিতর্কিত প্রতিষ্ঠানের হাতে বন বিভাগের আউটসোর্সিং কাজ!

বাগেরহাট বন বিভাগে ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে পক্ষপাতিত্ব ও রাজনৈতিক দোসরদের সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি আউটসোর্সিংয়ের কাজে অংশ নেওয়া গাজী লিমিটেড ও মেসার্স অর্ণব এন্টারপ্রাইজের বিরুদ্ধে এ অভিযোগ করে স্থানীয়রা।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় নির্যাতিত এসকে বদরুল আলম প্রধান বন সংরক্ষকের কাছে দেওয়া এক লিখিত অভিযোগে দাবি করেন, গাজী লিমিটেডের স্বত্বাধিকারী তুহিন এবং অপর একটি প্রতিষ্ঠানের মালিক অতীত রাজনৈতিক সহায়তা ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পরও বন বিভাগ তাদের সুযোগ করে দিচ্ছে।
অভিযোগে বলা হয়, গাজী লিমিটেড দীর্ঘদিন ধরে বাগেরহাট বন বিভাগের বিভিন্ন কার্যক্রমে জড়িত এবং প্রতিষ্ঠানটির মালিক ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ একজন ব্যক্তি।
তার বিরুদ্ধে জুলাই গণহত্যা ও রাজনৈতিক প্রতিপক্ষ দমন অভিযানে অর্থ সহায়তার অভিযোগ রয়েছে।
এ ছাড়া স্থানীয়রা অভিযোগ করেন, এই ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন সময় সরকারি নিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে এবং পাওনা টাকার জন্য চাপ দিলে হুমকি ও শারীরিক নির্যাতন পর্যন্ত করেছে।
১৮ জুন বন বিভাগে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়। গাজী লিমিটেড ও মেসার্স অর্ণব এন্টারপ্রাইজ এই দরপত্রে অংশ নেয়।
বিষয়টি জানাজানি হলে ১৭ জুলাই স্থানীয়রা বাগেরহাট বন বিভাগের সামনে মানববন্ধন করেন এবং উক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, এত প্রতিবাদ ও লিখিত আবেদন সত্ত্বেও বন বিভাগ গাজী লিমিটেডকে আউটসোর্সিং কাজের জন্য সুপারিশ করেছে, যা প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী এবং স্থানীয়দের চরমভাবে ক্ষুব্ধ করেছে।
বিষয়টি জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ফোন রিসিভ করেননি এবং সরাসরি অফিসেও তাকে পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন