বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অদ্য ২২ জুলাই মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিটে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
একাডেমিক ভবনে অবস্থিত লাইব্রেরিতে অনুষ্ঠিত দোয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশ নেন।
এর আগে বেলা ১২:০০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ নিহতদের প্রতি শোক জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন এবং তাদের স্মরণে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন৷ এ ছাড়া রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা যুবায়ের আহমাদ দোয়া পরিচালনা করেন। এ সময় দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। এবং তাদের পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দানে দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানের শুরুতে উপাচার্য বলেন, দুর্ঘটনায় পাইলট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষকসহ যারা প্রাণ হারিয়েছেন তা অত্যন্ত বেদনাদায়ক। এই দুর্ঘটনা রাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উপাচার্য শোকসন্তপ্ত সকল পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন