উত্তরায় বিমান দুর্ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সজল মাহমুদ, রাজশাহী :
প্রকাশ: ২৩ জুলাই, ২০২৫, ১২:৩৪
উত্তরায় বিমান দুর্ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “এই দুর্ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং এটি রাষ্ট্রের কাঠামোগত হত্যাকাণ্ড।” তারা অভিযোগ করেন, মেয়াদোত্তীর্ণ বিমান কেন ব্যবহার করা হলো এবং কেন জনবহুল এলাকায় কোনো সতর্কতা ছাড়াই তা উড়ানো হলো—এসব প্রশ্নের জবাবদিহিতা সরকারের উচিত।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও চরম অবহেলার ফলেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এর দায় সরকার এড়িয়ে যেতে পারে না।

তারা অবিলম্বে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।