বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৪ মে, ২০২৫, ১২:৪৩

বুধবার (১৪ মে) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। দিনভর কোম্পানিটির মোট ১৫ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বলে জানিয়েছে ডিএসই সূত্র।
লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এনআরবি ব্যাংক, যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৯৩ লাখ ২৭ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে থাকা মাগুরা মাল্টিপ্লেক্সের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯১ লাখ ৭৬ হাজার টাকার।
এছাড়া লেনদেনের শীর্ষ দশে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— ব্র্যাক ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিটি ব্যাংক, ফাইন ফুডস, ওআইমেক ইলেকট্রোডস, এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
দিনশেষে এসব কোম্পানির শেয়ার লেনদেন বাজারে সক্রিয় বিনিয়োগকারীদের নজর কেড়েছে।
আপনার মতামত লিখুন