বৃষ্টির শঙ্কা, তবে আত্মবিশ্বাসে ভর করে মাঠে নামছে বাংলাদেশ

শনিবার দুপুরে শ্রাবণের হালকা বৃষ্টিতেই উইকেট ঢেকে ফেলেন মাঠকর্মীরা। আজ সন্ধ্যাতেও সেই বৃষ্টির হুমকি রয়ে গেছে। তবে মাঠের বাইরে থাকা এই অনিশ্চয়তার মধ্যেও মাঠের ভেতরে বাংলাদেশ দল প্রস্তুত আত্মবিশ্বাসের রোদে পুড়তে। শ্রীলঙ্কা সফর থেকে টি-টোয়েন্টি সিরিজ জয় করে ফেরা লিটন দাসের দল আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে।
নিজেদের মাঠ, নিজেদের কন্ডিশন, আর সদ্য পাওয়া সফলতা সবকিছু মিলিয়ে টাইগারদের জন্য এটি বড় সুযোগ ধারাবাহিকতা ধরে রাখার।
মিরপুরের উইকেট গত এক সপ্তাহে প্রায় পুরোটাই কাভারে ঢাকা ছিল। শেষ দুইদিনে রোদ পেলেও উইকেট মন্থরই থাকবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেখানে গড় রান ১৫০-এর আশপাশে, সেখানে আজকের ম্যাচেও দুইশ রানের স্কোরের আশা বাস্তববাদী নয়।
এই উইকেটে বাংলাদেশ আগে থেকেই অভ্যস্ত। শ্রীলঙ্কার মাটিতেও টাইগাররা স্পিন সহায়ক কন্ডিশনে ভালো খেলেছে। পাকিস্তানের ব্যাটাররা পিএসএল-এ গতিময় উইকেটে খেলে অভ্যস্ত হলেও এই দলের অন্তত পাঁচজন খেলোয়াড় বিপিএল খেলেছেন, ফলে মিরপুরের উইকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২ বারের দেখায় পাকিস্তান জয় পেয়েছে ১৯ বার, বাংলাদেশ মাত্র ৩ বার। তবে সেই তিন জয়ের দুটি এসেছে মিরপুরে। লিটন দাস, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন ও তাওহিদ হৃদয়ের সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস দিচ্ছে।
পারভেজ হোসেনের মতো আগ্রাসী ব্যাটার, আর মিডল অর্ডারে জাকের আলী, মেহেদী হাসান ও রিশাদ হোসেনের উপস্থিতিতে ব্যাটিং বিভাগ এবার কিছুটা ভারসাম্যপূর্ণ। বোলিং বিভাগেও রয়েছে ভারসাম্য। শেষ সিরিজের একাদশই আজ মাঠে নামতে পারে বাংলাদেশ। তবে স্পিন আক্রমণে রিশাদের জায়গায় নাসুম আহমেদের অন্তর্ভুক্তি হতে পারে। পেস বিভাগে থাকবেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
ম্যাচপূর্ব প্রস্তুতিতে সেন্টার উইকেটে আলাদাভাবে পেসার ও স্পিনারদের অনুশীলন করানো হয়েছে, যা পরিকল্পনায় বৃষ্টির সম্ভাবনা ও কন্ডিশনের প্রভাব স্পষ্ট করে।
সব মিলিয়ে, শ্রাবণের ভেজা মাঠে আজ সন্ধ্যায় মাঠে গড়াবে আত্মবিশ্বাস, কৌশল ও অভিজ্ঞতার লড়াই। শ্রীলঙ্কার জয় যদি হয়ে থাকে একক সাফল্য, আজ তা পরীক্ষার মুখে ধারাবাহিকতা গড়ার পথে প্রথম ধাপ পেরোতে চায় বাংলাদেশ।
আপনার মতামত লিখুন