ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন প্যাকেজ: ৭০০ টাকার পরিবর্তে এখন ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ৪:৫৬
ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন প্যাকেজ: ৭০০ টাকার পরিবর্তে এখন ৫০০ টাকা

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের খরচ কিছুটা কমছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, ৭০০ টাকার প্রচলিত প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় দেওয়া হবে। আজ মঙ্গলবার (১ জুলাই) থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে কোনো আইএসপি ৫ এমবিপিএস গতি দেয় না। বাস্তবে গ্রাহকদের গড়ে ১০ এমবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ করা হচ্ছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই ৫০০ টাকা থেকে ব্রডব্যান্ড প্যাকেজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, “বাংলাদেশকে ইন্টারনেট সেবায় আরও এগিয়ে নিতে চাই আমরা। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) ও রাজস্ব ভাগাভাগির (Revenue Sharing) চাপ তুলে নেয়, তাহলে আইএসপিগুলো গ্রাহকদের ন্যূনতম ২০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড সরবরাহ করতে পারবে, যা উন্নত বিশ্বের মানদণ্ডে ব্রডব্যান্ড সংজ্ঞার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

তিনি আরও বলেন, “বেশিরভাগ গ্রাহক ইন্টারনেট বিলের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট দিতে চান না। অথচ এই ভ্যাট আইএসপিরা নিয়মমাফিক সরকারের কোষাগারে জমা দেয়। এই বিষয়গুলোতে সরকার যদি সহায়তা করে, তাহলে ইন্টারনেট ব্যবহারে ব্যয় আরও কমানো সম্ভব।”

আইএসপিএবির এই সিদ্ধান্তে দেশের প্রায় ১ কোটির বেশি ব্রডব্যান্ড ব্যবহারকারী স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর এই সময়ের প্রেক্ষাপটে ইন্টারনেটকে অধিকতর সাশ্রয়ী ও সহজলভ্য করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।