মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ৩ জুলাই, ২০২৫, ৭:১৮
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

ছবি - সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগ, নিহত তিনজন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন। গ্রামবাসীদের ক্ষোভের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একটি দল তিনজনের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতরা একই পরিবারের সদস্য। ঘটনার পেছনে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।