মেলবোর্নে আমির খানের সাথে দিব্য

বিনোদন ডেস্ক :
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ৩:৪৫
মেলবোর্নে আমির খানের সাথে দিব্য

নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির জমজ দুই সন্তান, সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি— এখন নাটক, ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। শোবিজের প্রতি তাদের আগ্রহ মা-বাবার মতোই দৃঢ়।

ছুটির ফাঁকে দেশ-বিদেশ ঘুরে বেড়ানো তাদের শখ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে তেমনই এক সফরে হঠাৎ দেখা মিলল বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে। শাহনাজ খুশি সামাজিক মাধ্যমে দিব্যর সঙ্গে আমির খানের একটি ছবি শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, দিব্য কাঁধে ব্যাগ নিয়ে ফুল-স্লিভ সোয়েটার পরা, আর আমির খান কালো কুর্তা ও সাদা পাজামায়।

শাহনাজ খুশি লিখেছেন, অস্ট্রেলিয়ার রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে হঠাৎ দেখা! এরপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেওয়া এবং কথা বলার সুযোগও মিলেছে।

এছাড়া, ভারতের নন্দিত পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা কাজের সুযোগ হয়েছে দিব্যর। সে কথা শোনার পর ‘মিস্টার পারফেকশনিস্ট’ অন্যরকম আন্তরিকতা দেখিয়েছেন বলেও জানালেন খুশি।

শাহনাজ খুশি লিখেছেন, ‘মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজের কথা শুনে অত‍্যন্ত আন্তরিকভাবে দেখিয়েছেন আমির খান। সেই সঙ্গে দিব্যর পিঠ চাপড়ে আদর করে দিয়েছেন! কারণ, বেনেগাল স্যারের অতিশয় ভক্ত এবং তার জন্য গর্বিতও আমির খানও।’