মোড়েলগঞ্জের হরগাতি স্লুইসগেট থেকে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হরগাতি স্লুইসগেট থেকে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ঘরবাড়ি ও জমি প্লাবিত হওয়ায় মঙ্গলবার বিকেলে হরগাতি স্লুইসগেট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এর আগে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে হরগাতি এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, স্লুইসগেটের চাবি তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খানের কাছে। তিনি গেটে জাল পেতে মাছ শিকার করেন এবং কাউকে নদীতে নামতে দেন না। কেউ জাল ফেললে তিনি তা কেটে দেন।
তারা জানান, কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও জোয়ারের কারণে অনেকের ঘরবাড়ি পানিতে ডুবে আছে। চাষিরা বীজতলায় ধান রোপণ করতে পারছেন না। ভাটার সময় গেট বন্ধ রাখায় পানি বের হতে পারছে না। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী মোহাম্মদ কবির হোসেন বলেন, রফিকুল ইসলাম খান গেটে জাল পেতে মাছ ধরেন এবং পানি নিয়ন্ত্রণ করেন নিজের ইচ্ছেমতো। বৃষ্টি ও জোয়ারের পানিতে আমরা ডুবে যাচ্ছি, ধানের বীজ ফেলতে পারছি না—তবু তার কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবদুল মান্নান বলেন, ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা ১৭ বছর ধরে গেট দখলে রেখে নিজের ইচ্ছেমতো পানি নিয়ন্ত্রণ করেছে। এখন বিএনপির সভাপতির হাতে চাবি, তিনিও একই কাজ করছেন। পানি ঠিকমতো নিষ্কাশন হচ্ছে না, ফসল নষ্ট হচ্ছে, ঘরবাড়ি ডুবে যাচ্ছে। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং যোগ্য ব্যক্তির হাতে গেটের দায়িত্ব দেয়।
এ বিষয়ে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে খাল আটকে রেখে অবৈধভাবে মাছ ধরছিল। সাধারণ মানুষের অভিযোগে প্রশাসনের সহায়তায় সেটি বন্ধ করা হয়েছে। গত দুই দিন ধরে আমি গেট নিয়ন্ত্রণ করছি এবং এ বিষয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই।
আপনার মতামত লিখুন