রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি প্রকৃত স্বাধীনতা: ড. কেরামত

সজল মাহমুদ, রাজশাহী :
প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ২:৩২
রক্তের বিনিময়ে ফিরে পেয়েছি প্রকৃত স্বাধীনতা: ড. কেরামত

ছাত্রজনতার ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশের প্রকৃত স্বাধীনতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী। তিনি বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, সভা-সমাবেশ করার অধিকার ছিল না। আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদী শক্তির হাত থেকে জাতি মুক্তি পেয়েছে।

মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর জামায়াতের আয়োজনে শিবগঞ্জ ডায়াবেটিক সমিতি চত্বরে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে’ এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেরামত আলী আরও বলেন, মানবিক সমাজ ও বৈষম্যমুক্ত দেশ গঠনে কোরআনের আইনের বিকল্প নেই। ইসলামী আদর্শ বাস্তবায়নেই মানুষের প্রকৃত কল্যাণ নিহিত।

শিবগঞ্জ পৌর জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সেক্রেটারি বাবুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আবদুর রউফ ও সহকারী আমির আবদুস সামাদ শামীম প্রমুখ।