রাজশাহীতে ছাত্র আন্দোলনের ঘটনায় ১০ মামলার অভিযোগপত্র প্রস্তুত, আসামি সহস্রাধিক

রাজশাহীতে ২০২৩ সালের ৫ আগস্ট সংঘটিত ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ১০টি মামলার অভিযোগপত্র আগামী ৫ আগস্টের আগেই আদালতে দাখিলের প্রস্তুতি নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এই মামলাগুলোর মধ্যে রয়েছে দুটি হত্যা মামলা এবং আটটি সংঘর্ষ ও হামলার মামলা।
মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি কমিশনার আবু সুয়িয়ান। তিনি জানান, গত বছর ৫ আগস্ট সংঘটিত সহিংস ঘটনার জেরে রাজশাহীর বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে ১০টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে বাকি মামলাগুলোর তদন্তে আরও এক-দুই মাস সময় লাগবে বলে জানান তিনি।
দুটি আলোচিত হত্যা মামলা
১. রায়হান আলী হত্যা মামলা
রাজশাহীতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক রায়হান আলী (২৭)। তিনি পুঠিয়ার মঙ্গলপাড়া গ্রামের বাসিন্দা এবং রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন।
এই ঘটনার ১৪ দিন পর, ১৯ আগস্ট রায়হানের ছোট ভাই রানা ইসলাম বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। মামলায় সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ১,২৫০ জনকে আসামি করা হয়। নাম উল্লেখ রয়েছে ৫০ জনের।
উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, খায়রুজ্জামান লিটন ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন (১৩), তৌহিদুল হক সুমন (১৯), মাহতাব উদ্দীন চৌধুরী (২৩), শরিফুল ইসলাম বাবু (১২), নিজামুল আযিম (২১), আনোয়ার হোসেন আনার (১৪), আরমান হোসেন (২৪) এবং শাহাদত হোসেন সাহু (১৭)।
২. সাকিব আনজুম হত্যা মামলা
একই দিন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র সাকিব আনজুম শাহমুখদুম কলেজের পাশে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি রাণীনগরের বাসিন্দা ছিলেন। ২৪ আগস্ট তার বাবা মাইনুল হক মামলা করেন, যেখানে ৩৪২ জনকে আসামি করা হয়।
উল্লেখযোগ্য আসামিরা, খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, ফারুক হোসেন ডাবলু, জিএম হিরা বাচ্চু। সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনু, বর্তমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মহানগর সভাপতি নুর মোহাম্মদ সিয়াম ও রকি কুমার ঘোষ।
অভিযোগপত্র দাখিলের অগ্রগতি
আরএমপি সূত্র জানায়, মোট ২৮টি মামলার মধ্যে প্রথম ধাপে ১০টির অভিযোগপত্র চূড়ান্ত পর্যায়ে। বাকি ১৮টির তদন্ত চলমান। অভিযোগপত্রে শত শত নেতাকর্মীর বিরুদ্ধে সহিংসতা, হত্যাকাণ্ডে অংশগ্রহণ এবং উসকানির অভিযোগ রয়েছে।
কমিশনার আবু সুয়িয়ান জানান,
তদন্তের গতি সন্তোষজনক। অধিকাংশ মামলাতেই শক্তিশালী সাক্ষ্য-প্রমাণ রয়েছে। হত্যাকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
রাজশাহীর এই ঘটনাগুলো ছাত্র রাজনীতি ও ক্ষমতাসীন দলের স্থানীয় রাজনীতির ছায়া বহন করে। পুলিশের অভিযোগপত্র জমা দেওয়া বিচার প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন