সানফ্রান্সিসকো বিমানবন্দরে ককপিট থেকে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ৩:১৪
সানফ্রান্সিসকো বিমানবন্দরে ককপিট থেকে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

ডেল্টা এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন রুস্তম ভাগওয়াগার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভূতপূর্ব ঘটনায় ককপিট থেকে সরাসরি গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক পাইলটকে।

অভিযুক্ত পাইলটের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)। তিনি মার্কিন বেসরকারি বিমান সংস্থা ডেল্টা এয়ারলাইন্সে কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে রোববার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে। মিনেসোটার মিনিয়াপোলিস থেকে আসা একটি ডেল্টা বোয়িং বিমান যথাসময়ে সানফ্রান্সিসকোতে অবতরণ করে।

মাত্র ১০ মিনিটের মধ্যেই হোমল্যান্ড সিকিউরিটি এবং স্থানীয় পুলিশের একটি বিশেষ দল বিমানে প্রবেশ করে ককপিটে থাকা রুস্তমকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে রুস্তম ভাগওয়াগারের বিরুদ্ধে চলতি বছরের এপ্রিল মাসে একটি তদন্ত শুরু হয়।

বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তাকে নজরদারিতে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত দশজন গোয়েন্দা এবং পুলিশ সদস্য আগে থেকেই বিমানবন্দরে অবস্থান করছিলেন। উড়োজাহাজ অবতরণের সঙ্গে সঙ্গেই তারা সরাসরি ককপিটে গিয়ে রুস্তমকে গ্রেফতার করেন।

এমন আচমকা অভিযানে বিমানের সহ-পাইলটও হতবাক হয়ে যান, কারণ তাকে আগেই কিছু জানানো হয়নি — যাতে কোনোভাবেই তথ্য ফাঁস না হয়।

ঘটনার পর ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, আমরা এই ঘটনায় হতভম্ব ও মর্মাহত। অভিযুক্ত পাইলটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডেল্টা সবসময় অপরাধ ও নীতিবিরুদ্ধ আচরণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।

এ সময় বিমানের বেশ কয়েকজন যাত্রী তখনও উড়োজাহাজে অবস্থান করছিলেন, তারা পুরো ঘটনার সাক্ষী হন এবং ব্যাপক বিস্ময় প্রকাশ করেন।