গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ৪:২৩

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, আদালতের আদেশ অনুযায়ী এ ক্রোকাদেশ কার্যকর করা হয়েছে।
গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী। সিআইডির তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে গত ৮ জুলাই আদালত এই আদেশ দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিআইডির ভাষ্যমতে, জোরপূর্বক জমি দখল, কমিশন বাণিজ্য, জালিয়াতি, প্রতারণা, হুন্ডি লেনদেন, আন্ডার ও ওভার ইনভয়েস এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে গোলাম দস্তগীর গাজী বিপুল সম্পদের মালিক হয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তার সম্পত্তি ক্রোক করা হয়েছে।
আপনার মতামত লিখুন