সাবেক মেয়র লিটন, স্ত্রী ও কন্যার বিরুদ্ধে ২৯ কোটি টাকার দুর্নীতির মামলা

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খাইরুজ্জামান লিটন, তার স্ত্রী এবং কন্যার বিরুদ্ধে প্রায় ২৯ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সন্দেহজনক লেনদেন ১৩০ কোটির বেশি, পৃথক তিনটি মামলায় আসামি তিনজনই
প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, মেয়র থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ১০ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৩০৪ টাকা অবৈধ সম্পদ অর্জন করেছেন এএইচএম খাইরুজ্জামান লিটন।
তাছাড়া, দুদক জানায়, তার নামে থাকা ১২টি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৫২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৫১ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ।
দ্বিতীয় মামলায় লিটনের স্ত্রী শাহীন আকতার-এর বিরুদ্ধে রয়েছে ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ২৪৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।
তার নামে থাকা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক বছরে হয়েছে ৭৬ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৮০২ টাকার সন্দেহজনক লেনদেন। এই মামলায়ও তার স্বামীকে সহআসামি করা হয়েছে।
তৃতীয় মামলায় খাইরুজ্জামান লিটনের কন্যা আনিকা ফারিহা জামান-এর বিরুদ্ধে রয়েছে ৬ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৭৮১ টাকা অবৈধ সম্পদের অভিযোগ।
তার নামে থাকা ৫টি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে ২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৫৭৮ টাকার সন্দেহজনক লেনদেন। এ মামলায়ও তার পিতাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদক বলছে, অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পরেই মামলা দায়ের করা হয়েছে। এখন চলবে অধিকতর তদন্ত ও সম্পদের উৎস যাচাই।
আপনার মতামত লিখুন