সালাহউদ্দিনকে নিয়ে কটূক্তি: কক্সবাজার বিএনপির তীব্র নিন্দা

জাফর আলম, কক্সবাজার:
প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ৪:৫৪
সালাহউদ্দিনকে নিয়ে কটূক্তি: কক্সবাজার বিএনপির তীব্র নিন্দা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি। শনিবার (১৯ জুলাই) কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে দলটি ওই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারী ও তার দলীয় সহযোদ্ধাদের।

বিবৃতিতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, সালাহউদ্দিন আহমেদ মাটি ও মানুষের নেতা। তিনি কেবল কক্সবাজারের নয়, জাতীয়তাবাদী রাজনীতির অমূল্য সম্পদ। তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্মমতার শিকার হয়ে সালাহউদ্দিন আহমেদ গুমের শিকার হন। দীর্ঘ ৯ বছর নির্বাসিত জীবন কাটিয়ে ফিরে এসেছেন তিনি। তার প্রত্যাবর্তনের জন্য মানুষ অপেক্ষা করেছে বছরের পর বছর। জাতীয় সংকটের সময়ে এমন একজন নেতাকে নিয়ে অবমাননাকর বক্তব্য রাজনীতিকে কলুষিত করে, যা জাতির অগ্রযাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে।

বিবৃতিতে তারা মন্তব্য করেন, এ ধরনের ‘মিথ্যা, বানোয়াট ও শিষ্টাচারবর্জিত’ বক্তব্য রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী এবং অগ্রহণযোগ্য। দ্রুত এসব বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে পরবর্তীতে দলের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দেন কক্সবাজার জেলা বিএনপির নেতারা।