স্থিতিশীল বিনিময় হার নিশ্চিতে, ১৭ কোটি ডলার নিলামে কিনেছে বাংলাদেশ ব্যাংক

প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবাহ এবং ডলারের চাহিদা কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় নিম্নমুখী। এই পরিস্থিতিতে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, গতকাল রোববার (১৪ জুলাই) নিলামের মাধ্যমে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ জন্য প্রতি ডলারে ১২১ টাকা ৫০ পয়সা দর নির্ধারণ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, টাকার বিপরীতে ডলারের মূল্য স্থিতিশীল রাখতে এবং বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি বলেন, প্রয়োজন হলে ভবিষ্যতেও একই প্রক্রিয়ায় ডলার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২ জুলাই মার্কিন ডলারের বিনিময় হার দাঁড়ায় ১২২ দশমিক ৮৫ টাকায়। এরপর থেকেই দাম কমছে। আজ সোমবারও ডলারের মূল্য হ্রাস পেয়েছে। এ নিয়ে টানা চার কার্যদিবসে ডলারের দাম কমল।
মুদ্রাবাজারে আজ ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২০ দশমিক ১০ টাকা এবং সর্বনিম্ন ১১৯ দশমিক ৫০ টাকা। গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১১৯ দশমিক ৭২ টাকা।
আপনার মতামত লিখুন