অবৈধ সম্পদ মামলা: নসরুল হামিদের ২০০ কোটি টাকার জমি জব্দের নির্দেশ

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সংগৃহীত ছবি -নিউজনেক্সট।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে রাজধানীর গুলশান এলাকায় থাকা প্রায় ৩৮ শতাংশ জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এই জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ২০০ কোটি টাকা।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনে দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম জানান, অনুসন্ধানে নসরুল হামিদের নামে স্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে, যা তিনি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ অপরিহার্য।
এর আগে, ২০ এপ্রিল একই আদালত নসরুল হামিদের একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি বিলাসবহুল গাড়ি এবং ৭০টি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধের নির্দেশ দেন। এসব হিসাবে ৩৭ কোটি ৯৬ লাখ টাকার বেশি অর্থ রয়েছে বলে জানায় দুদক।
এছাড়া, ১৯ ফেব্রুয়ারি বিপু ও তার স্ত্রী সীমা হামিদের নামে থাকা ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়, যাতে রয়েছে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর নসরুল হামিদের বিরুদ্ধে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩,১৮১ কোটি টাকার অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক।
আপনার মতামত লিখুন