ইমরানের দলের সঙ্গে সংলাপে রাজি নওয়াজ শরিফ

2 Min Read

আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সটবিডি.কম

পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা কাটাতে দেশটির ক্ষমতাসীন সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই ইনসাফ) এর মধ্যে সম্ভাব্য আলোচনার পথ আরো এগিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মুসলিম লীগ (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরীফ চির-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ইমরান খানের দল পিটিআইয়ের সঙ্গে আলোচনার জন্য রাজি হতে পারেন।

যদিও সংলাপের পক্ষে বিবৃতি দেওয়া সত্ত্বেও এখনও কোনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে পিটিআই এবং সরকারের সূত্রগুলো জানিয়েছে, সব পক্ষই সংলাপের প্রয়োজনীয়তা স্বীকার করে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়ে গত কয়েক সপ্তাহে তীব্র বিক্ষোভ, রাজনৈতিক সহিংসতা দেখেছে পাকিস্তান।রাজনৈতিক স্থবিরতায় ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি।

চলমান বিরোধ কাটাতে ইমরান খানের দল পিটিআই এবং সরকারের মধ্যে সংলাপ শুরুর আভাস কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দেশটির জনগণকে।

এর আগে গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এরইমধ্যে পিটিআই নেতা আসাদ কায়সার সংলাপে অংশ নিতে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে যোগাযোগ করেছেন।

পাকিস্তানের রাজনীতিতে বড় প্রভাব বিস্তার করে আছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। যেকোনো সংলাপের অগ্রগতি নির্ভর করবে তার ইঙ্গিত বা অনুমোদনের ওপর। এর আগে পিটিআইয়ের সঙ্গে তার মেয়ে ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াহের সংলাপের সম্ভাব্যতা প্রত্যাখ্যান করেন।

ওই সময় তিনি পিটিআইকে একটি বিঘ্নসৃষ্টিকারী দল হিসেবে আখ্যায়িত করেন। তবে পিএমএলএনের একজন সিনিয়র নেতা নিশ্চিত করেছেন যে, এবার ইমরান খানের সঙ্গে সংলাপে রাজি হতে পারেন নওয়াজ।

- Advertisement -

 

 

 

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *