কারফিউ শিথিল করে গোপালগঞ্জে ফের ১৪৪ ধারা জারি, গ্রেপ্তার ২৭৭ জন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ৫:১৫
কারফিউ শিথিল করে গোপালগঞ্জে ফের ১৪৪ ধারা জারি, গ্রেপ্তার ২৭৭ জন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার পর শান্ত হলেও থমথমে গোপালগঞ্জ। কারফিউ শিথিলের কয়েক ঘণ্টা পরই শনিবার রাত সাড়ে ১০টায় জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফের ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের জারিকৃত নির্দেশনায় জানানো হয়, রোববার (২১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময় জনসমাবেশ, মিছিল বা একাধিক ব্যক্তির একত্রিত হওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, শিক্ষার্থী, পরীক্ষার্থী, জরুরি সেবা ও সরকারি কর্মকাণ্ড এ নির্দেশনার আওতার বাইরে থাকবে। তবে জনসমাগম কিংবা রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

রোববার সকালে শহরের কিছু দোকানপাট খোলার পাশাপাশি সীমিতভাবে যান চলাচল শুরু হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে নতুন করে কোনো অস্থিরতা তৈরি না হয়।

এর আগে, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই সহিংসতায় ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আরও একজন পরে হাসপাতালে মারা যান।

সংঘর্ষের সময় পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়া এনসিপির কেন্দ্রীয় নেতারা সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহারের মাধ্যমে নিরাপদে শহর ত্যাগ করেন।

এই ঘটনার পরপরই প্রথমে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করে প্রশাসন। পর্যায়ক্রমে কারফিউর সময়সীমা বাড়ানো হয় এবং শুক্রবার সকাল থেকে কিছু সময়ের জন্য শিথিল করা হয়।

এ পর্যন্ত সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় চারটি মামলা হয়েছে। পুলিশের করা মামলাগুলোতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নাম উল্লেখ করা হয়েছে ৩৫৮ জনের। ‘অজ্ঞাত’ আসামি হিসেবে রাখা হয়েছে আরও ২,৬৫০ জনকে। এ পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছে ২৭৭ জন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা জারি থাকবে।