খুলনার ৪ নম্বর ঘাট এলাকা থেকে খাদ্য কর্মকর্তাকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ১১:৪৯
খুলনার ৪ নম্বর ঘাট এলাকা থেকে খাদ্য কর্মকর্তাকে অপহরণ

ছবি: সংগৃহীত

খুলনার ৪ নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক খাদ্য কর্মকর্তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার স্বামী সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগে খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪ নম্বর ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে কর্মস্থলে অবস্থানকালে মো. রেজা, বাবু মন্ডলসহ অজ্ঞাতনামা আরও তিন ব্যক্তি নিজেদের ‘পুলিশ পরিচয়ে’ সেখানে উপস্থিত হয়ে সুশান্তকে থানায় নেওয়ার কথা বলে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে ট্রলারে তুলে নেয়।

তিনি আরও অভিযোগ করেন, অপহরণকারীরা সুশান্তকে মারধর করে এবং ট্রলারটি জেলখানা ঘাটের দিকে চলে যায়। এরপর থেকে সুশান্তের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

মাধবী রানী মজুমদার দাবি করেন, অভিযুক্ত বাবু মন্ডল সম্প্রতি তার স্বামীর কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসাইন মাসুম গণমাধ্যমকে জানান, অপহরণের অভিযোগটি প্রাথমিকভাবে সত্য বলে নিশ্চিত হওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে তাকে উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।