চট্টগ্রামে শুটিং সেটে আহত অভিনেত্রী তটিনী

বিনোদন ডেস্ক :
প্রকাশ: ১২ মে, ২০২৫, ৩:৪৩
চট্টগ্রামে শুটিং সেটে আহত অভিনেত্রী তটিনী

চট্টগ্রামে নাটকের শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ঈদ উপলক্ষে নির্মাণাধীন ‘মন মঞ্জিলে’ নাটকের শুটিংয়ের সময় একটি লাইট স্ট্যান্ড তার মাথায় পড়ে যায়। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে একটি বাংলোতে এ দুর্ঘটনা ঘটে।

অভিনেত্রী তটিনীর সহশিল্পী তৌসিফ মাহবুব বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম। হঠাৎ একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সে ভালো আছে।”

আহত অবস্থায় তটিনীকে দ্রুত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় আঘাত পাওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা পূর্ণ বিশ্রাম এবং কথা না বলার পরামর্শ দিয়েছেন।

অভিনেত্রী তটিনী ও তৌসিফ মাহবুব ‘মন মঞ্জিলে’ নাটকে একসঙ্গে অভিনয় করছেন, যা আসন্ন ঈদে প্রচারের জন্য নির্মিত হচ্ছে। নাটকের নির্মাতা বা প্রযোজনা দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।