জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত সেক্রেটারির

1 Min Read

রাজবাড়ী প্রতিনিধি :

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামা‌য়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হা‌সিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামিদের বিচার, দেশ সংস্কার ও এটিএম আজাহারের মু‌ক্তির দাবিও তোলেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজবাড়ীর শহীদ খু‌শি রেলওয়ে ময়দানে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতি‌থির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

তি‌নি বলেন, জনগণ জামায়াতের হাতে দেশের ক্ষমতা দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো এবং আমরা ব্যক্তি নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। জনপ্রতি‌নি‌ধিদের দায়িত্বে অবহেলার ফলে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগস্থান গোয়ালন্দের দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ৫৩ বছরেও উন্নয়ন হয় নায় বলেও মন্তব্য করেন তিনি।

তি‌নি আরও বলেন, মারামা‌রি না করে ভোটের মাঠে চলেন। জনগণ য‌দি আপনাদের নৈ‌তিকতা আদর্শ ভালবাসে আপনাদের ভোট দেবে। আর জামায়াতকে ভালবাসলে জামায়াতকে ভোট দে‌বে। ভোটের মা‌ঠে যাওয়ার আগে খ্যাপার কারণে বোঝা যায় আপ‌নারা বিপদে আছেন। এছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ভারতে বসে এখনও শেখ হা‌সিনা ষড়যন্ত্র করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *