জালে ধরা পড়ল ২২ কেজির বিরল কোরাল মাছ

রানা সন্যামত, বরিশাল ব্যুরো:
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ৩:৩৪
জালে ধরা পড়ল ২২ কেজির বিরল কোরাল মাছ

কুয়াকাটায় বিশাল কোরাল মাছ ধরা পড়েছে, যার ওজন প্রায় ২২ কেজি। শনিবার সকালে লেম্বূরচর এলাকার জেলে আলামিন সমুদ্রে মাছ ধরতে গিয়ে তার জালে এই বিরল আকারের কোরাল মাছটি পান। জাল ফেলতেই মাছটি ধরা পড়লে তিনি সহযোগীদের সঙ্গে তীরে নিয়ে আসেন।

পরে মাছটি কুয়াকাটা মাছ বাজারে আনা হলে ওপেন ডাকে বিক্রি হয়। প্রতি কেজি ১ হাজার ৫৫০ টাকা দরে মাছটির দাম দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৭৯০ টাকা। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী হাসিব ফিসের মালিক মো. খলিল।

এমন বিরল আকারের মাছ দেখে বাজারে ব্যাপক ভিড় জমে যায়। অনেকে মাছটির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। স্থানীয় যুবক শহিদ বলেন, এত বড় কোরাল সচরাচর ধরা পড়ে না, তাই দেখে তারা আনন্দিত। খাঁন ফিস পরিচালক আলমগীর খান জানান, এত বড় মাছ সচরাচর বছরে এক-দুইবারই আসে।

ওপেন ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়েছে। এ বিষয়ে চলাফেরা উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রজনন মৌসুমে (৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে) এ ধরনের বড় মাছ ধরা পড়ছে। এটি দেশের মৎস্য খাতের জন্য ইতিবাচক দিক, ভবিষ্যতেও আরও বড় মাছ ধরা পড়ার আশা রয়েছে।