তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ করলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় আয়োজিত তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যেকোনো ধরনের ধারালো বা আঘাতসৃষ্টিকারী বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, ৬ জুলাই আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তাজিয়া মিছিলে কিছু ব্যক্তি ধারালো ও বিপজ্জনক অস্ত্র বহন করে এবং অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে থাকেন, যা ধর্মপ্রাণ ও সাধারণ নাগরিকদের মনে আতঙ্ক ও ভীতির কারণ হয়ে ওঠে। এছাড়া মিছিলে আতশবাজি ও পটকা ফোটানোর ঘটনাও জননিরাপত্তা ও ধর্মীয় পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
ডিএমপি জানায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আপনার মতামত লিখুন