দুদকেরও বদনাম রয়েছে, তা তুলে ধরুন: চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

By নিজস্ব প্রতিবেদক | লালমনিরহাট

2 Min Read

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, “দুদকের কি কেবল সুনাম? দুদকেরও বদনাম রয়েছে। সেগুলোও তুলে ধরতে হবে। যদি আমরা নিজেরা সৎ না হই, তাহলে অন্যদের সৎ হতে বলার নৈতিকতা থাকে না।”

সোমবার (২১ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে এই গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, লালমনিরহাট। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন।

চেয়ারম্যান বলেন,

    দুর্নীতির অভিযোগ আসলে কারা থাকে এগুলোর পেছনে? সবচেয়ে আগে অভিযোগ আসে আমাদের নিজেদের—দুদকের বিরুদ্ধে। এরপর জেলা প্রশাসক, তারপর পুলিশ সুপার—এভাবেই চলতে থাকে। অথচ দেশের প্রায় সবাই দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিপরায়ণ মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য ভাগ মানুষ। এই বৃহৎ সৎ জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারলেই দেশ বদলে যাবে।

 

সরকারি কেনাকাটা ও নির্মাণকাজকে দুর্নীতির প্রধান উৎস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্মাণ ও পণ্য ক্রয়ে বেশি দুর্নীতি হয়। আমরা ঠিকাদারবান্ধব স্পেসিফিকেশন তৈরি করি, ফলে প্রকৃত দরদাতারা সুযোগ পান না। এই ব্যবস্থাকে ঠিক না করলে দুর্নীতি বন্ধ হবে না।

গণশুনানিতে লালমনিরহাট জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১০৬টি অভিযোগ উপস্থাপন ও শুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী এবং জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, জনসম্পৃক্ততা এবং জনসচেতনতাও একান্ত জরুরি।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *