নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়াল নির্বাচন কমিশন

By নিজস্ব প্রতিবেদক

1 Min Read

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আরও দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চলতি প্রক্রিয়ার আওতায় নিবন্ধন পেতে ইচ্ছুক রাজনৈতিক দলগুলো আগামী ২২ জুন পর্যন্ত আবেদন করতে পারবে।

রোববার (২০ এপ্রিল) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

তিনি বলেন,

    রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা ২০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন রাজনৈতিক দলের অনুরোধের প্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদন শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

ইসি সূত্রে জানা যায়, সময় বাড়ানোর আবেদন করেছে ২০টি রাজনৈতিক দল। কেউ ২ মাস, আবার কেউ ৬ মাস সময় চেয়ে আবেদন করেছে। এ পর্যন্ত নিবন্ধনের জন্য মোট ৬৫টি রাজনৈতিক দল আবেদন করেছে, আর সময়সীমা বাড়ানোর আবেদন করেছে ৪৬টি দল।

চলতি বছরের ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে ইসি। এর আগে সর্বশেষ ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয়। বর্তমানে বাংলাদেশে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।

ইসি সচিব জানান, ইতোমধ্যে ৭টি নতুন দল নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করেছে। তবে এগুলোর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *