নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা,ছবি : পিআইডি
সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত পরিষদের ৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় এক নির্দেশনার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধনের প্রথা চালু হয়। পরে এ চর্চা বিস্তৃত হয়ে পড়ে প্রশাসনের সর্বস্তরে, যা সামাজিক ও পেশাগত শালীনতা ও স্বাভাবিকতা থেকে বিচ্যুত।
সভায় উপদেষ্টা পরিষদ নারী কর্মকর্তাদের জন্য ‘স্যার’ সম্বোধনের ওই নির্দেশনা বাতিল করে। এ ছাড়া বিগত সরকারের সময় মন্ত্রিসভা যে প্রটোকল নির্দেশনাগুলো জারি করেছিল, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যুৎ, সড়ক ও রেলপথবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে গঠিত এ কমিটি এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশনা ও সম্বোধনসংক্রান্ত প্রথাগুলোর পর্যালোচনা ও সংশোধনসংক্রান্ত সুপারিশ উপস্থাপন করবে।
এ পদক্ষেপকে প্রশাসনে পেশাগত শালীনতা ও নারীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করার অংশ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার।
আপনার মতামত লিখুন