পশ্চিমবঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যাকে বয়কটের ডাক!

2 Min Read

 

অনলাইন ডেস্ক । নিউজনেক্সটবিডি.কম

 

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের মিডিয়ায় একের পর এক অপপ্রচার চলছেই। সেই অপপ্রচারের ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গে সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরীর অনুষ্ঠান বয়কটের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ২৮ ডিসেম্বর মধ্যগ্রামের সুভাষ ময়দানে শুরু হবে ১৯তম পরিবেশ সচেতনতার মেলা। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে আসার কথা রয়েছে বাংলাদেশের সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার।

 

সেই অনুষ্ঠানের এক পোস্টার নিয়েই ওপার বাংলায় সোশাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ একশ্রেণির মানুষ।

 

সামাজিক মাধ্যমে তারা পৌরসভার কাছে আবেদন করেছেন, বন্যাকে যেন অনুষ্ঠান করতে দেওয়া না হয়। এখানেই শেষ নয়, মধ্যমগ্রাম নাগরিক সমাজ জানিয়েছে- যদি এই শিল্পী অনুষ্ঠান করে তাহলে এবারের পরিবেশ মেলা তারা বয়কট করবে।

 

- Advertisement -

ভাইরাল হওয়া পোস্টে লেখা হয়েছে, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে মধ্যমগ্রাম পুরসভার কাছে আবেদন জানাচ্ছি, আগামী ২৮ডিসেম্বর মধ্যমগ্রাম পরিবেশ মেলায় বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান পরিবেশনা অবিলম্বে বাতিল করা হোক। বাংলাদেশের কোন শিল্পীকে দয়াকরে কোন অনুষ্ঠান করতে দেবেন না। আগে দেশ, তারপর সব। অনুগ্রহ করে বিষয়টি ভেবে দেখবেন।’

 

এ বিষয়ে কলকাতার সংবাদমাধ্যমকে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ ফেসবুক গ্রূপের অ্যাডমিন রূপক দে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করছেন সেদেশের কট্টরপন্থীরা। এমন পরিস্থিতিতেও বাংলাদেশের কোন শিল্পীরাই প্রতিবাদ করছেন না। আমাদের কাছে জাতীয়তাবোধ আগে। তাই আমরা বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতানুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছি।’

- Advertisement -

 

এ প্রসঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, ‘যে কোন দেশের শিল্পীকেই আমরা শ্রদ্ধা করি। আমরা শিল্পীদের নিয়ে বিভাজনের রেখা টানতে চাই না। এটা বাঙালি, বিশেষ করে সঙ্গীত অনুরাগীদের সংস্কৃতি নয়। যারা বিভাজনে বিশ্বাস করেন, তারা করতেই পারেন। তবে, এটা ঠিক নয়।’

 

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *