‘ফেক নিউজ’ শনাক্তে সাড়া ফেলেছে যে টুল

1 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

 

স্বল্পমেয়াদি বৈশ্বিক ঝুঁকির তালিকায় যে বিষয়টি এই মুহূর্তে বিশ্ব অর্থনৈতিক ফোরামের তালিকার শীর্ষে রয়েছে, সেটি হচ্ছে ‘ফেক নিউজ’ বা ভুয়া সংবাদ। ভুয়া সংবাদের দৌরাত্ম্য দেখে তা নিরসনের উদ্যোগ নেন সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের অধ্যাপক প্রেসলেভ নাকভ। পরে তিনি এই প্রয়োজনীয় টুল তৈরি করেন। ফ্রাপে নামের ওই টুল ‘ফেক নিউজ’ শনাক্তে ইতোমধ্যে সাড়া ফেলেছে। আরব নিউজের।

 

‘ফ্রাপে’ শব্দটি ইংরেজি ফ্রেমিং, পারচুয়েশন এবং প্রোপাগান্ডা এক্সপ্লোরার শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ। এই ফ্রাপে টুল শুধু কোনো সংবাদের গঠনশৈলীই শনাক্ত করে না, সংবাদটিতে ভুল তথ্য যুক্ত রয়েছে কি না সেটাও বলে দিতে পারে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পরিচালিত হয়।

 

প্রফেসর নাকভ বলেন, ফ্রাপে টুলের মাধ্যমে সংবাদের বিশ্লেষণ, ক্যাটাগরি এবং পাঠকের মতামত ও আবেগের ওপর প্রভাব বিস্তারকারী উপাদান নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কৃত্রিম বুদ্ধিমত্তা।

 

আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রফেসর নাকভ বলেন, এই টুল ব্যবহার করে পাঠক নিমেষেই জেনে যেতে পারবে সংবাদটি সঠিক নাকি বেঠিক। এতে ভুল তথ্যের পরিমাণ এবং ইচ্ছাকৃত ভুল তথ্যের মাত্রা ঠিক কতখানি রয়েছে। তিনি জানান, ফ্রাপে টুল ২৩টি ভিন্ন ভিন্ন ভাষার গাঠনিক টেকনিক সম্পর্কে জ্ঞাত। এআই তাকে এই কাজে সহায়তা দেয়।

- Advertisement -

 

 

 

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *