বরিশালে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত ৩

বরিশাল প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ১২:৪৫
বরিশালে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত ১, আহত ৩

বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে র‍্যাবের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন। অভিযানের সময় গুলিতে সিয়াম মোল্লা (২২) নামের এক তরুণ নিহত হন।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার মো. রিপন মোল্লার ছেলে। আহত অপর তরুণ রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‍্যাবের বরিশাল-৮ ইউনিটের উপ-অধিনায়ক জানান, তাদের একটি দল মাদক উদ্ধারে অভিযানে গেলে হামলার শিকার হয়। এতে র‍্যাবের দুই সদস্য আহত হন। পরে আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরা গুলি চালান। অভিযান অব্যাহত রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় র‍্যাব সদস্যরা মাদকবিরোধী অভিযানে গেলে প্রথমে মাদক কারবারিদের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা হয়, এতে তারা আহত হন। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরা গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা সিয়ামকে মৃত ঘোষণা করেন। অপর আহত রাকিবকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযান-পরবর্তী তদন্ত চলছে।