বিপিএলের ধারাভাষ্য প্যানেলে যারা

1 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

ক্রিকেটের প্রাণ দর্শক, সবার তো আর মাঠে বসে খেলা দেখার সুযোগ হয় না। বাকিদের ভরসা তাই টিভি পর্দা। সেই টিভি পর্দায় খেলাটাকে আকর্ষণীয় করে তোলেন ধারাভাষ্যকাররা। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে, ৩০ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের এবারের আসরে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন কারা। এছাড়া বিপিএল শুধু দেশেরই নয়, আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদেরও আগ্রহের কেন্দ্রে থাকে।

এবারের বিপিএলে কিছু পরিবর্তন এসেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কিছু পরিবর্তন হয়েছে এবং নতুন দলও জায়গা করে নিয়েছে। তবে, মাঠে উত্তেজনা বৃদ্ধি করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। এবার, বিপিএলের ধারাভাষ্য প্যানেলেও রয়েছে বেশ কিছু নতুন মুখ।

এবারের বিপিএলকে আরও উপভোগ্য করতে নতুন ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত হওয়া ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন-

আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ, মাজহার উদ্দিন অমি, টিনো মায়োয়ো, আমির সোহেল, স্যার কার্টলি আমব্রোস ও এইচডি আকারম্যান।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *