মিরপুরে আওয়ামী কর্মীর বাড়িতে হামলা ও চাঁদাবাজি, ছাত্রদল-যুবদলের ৪ নেতা গ্রেপ্তার

ঢাকার মিরপুরের পশ্চিম মণিপুর এলাকায় আওয়ামী লীগপন্থী এক ব্যক্তির বাড়িতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল ও যুবদলের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম একসময় শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর অভিযোগ, রোববার রাত ১০টার দিকে ১০–১৫ জনের একটি দল তাঁর বাড়িতে হানা দেয় এবং নিজেকে ছাত্রদল ও যুবদলের নেতা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাতভর জিম্মি করে ভয় দেখিয়ে তারা সিরাজুলের পরিবারের কাছ থেকে মোট ৫ লাখ টাকা আদায় করে নেয়।
ঘটনার পর পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—মিরপুর থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ওরফে মিন্টু, যুগ্ম আহ্বায়ক তাবিত আহমেদ আনোয়ার, যুবদলকর্মী রতন মিয়া এবং ছাত্রদল সংশ্লিষ্ট ইসমাইল হোসেন।
ডিএমপির মিডিয়া শাখা জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। দলটির অন্যান্য সদস্যরা বাকি অর্থসহ পালিয়ে যান।
জাহানারা ইসলাম মিরপুর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, হামলাকারীরা নিজেকে ছাত্রদল-যুবদলের নেতা পরিচয় দিয়ে সিরাজুলকে প্রাণনাশের হুমকি দিয়ে মোবাইল ব্যাংকিং ও ধারকর্জ করে আদায় করা ৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, ঘটনার সময় পুলিশের হটলাইনে কল পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মিরপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন