মুখ ও কনুই দিয়ে লিখে জিপিএ-৫ পেল লিতুন জিরা

যশোর প্রতিনিধি :
প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ১:৫১
মুখ ও কনুই দিয়ে লিখে জিপিএ-৫ পেল লিতুন জিরা

লিতুন জিরা

শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি লিতুন জিরার স্বপ্নযাত্রায়। জন্ম থেকে হাত-পা না থাকলেও মুখ ও কনুই দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলা এই সাহসী শিক্ষার্থী যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের প্রভাষক হাবিবুর রহমান ও গৃহিণী জাহানারা বেগম দম্পতির একমাত্র সন্তান লিতুন। জন্মের পরই জানা যায় শারীরিকভাবে লিতুন পুরোপুরি ভিন্ন এক বাস্তবতা নিয়ে এসেছে।

হাত-পা নেই তার শরীরে। কিন্তু সেই বাস্তবতা কোনোদিনও দমিয়ে রাখতে পারেনি তাকে।

লিতুনের মা জাহানারা বেগম বলেন, মেয়ের জন্মের পর চারপাশের মানুষ অনেক কথা বলেছে। কাঁদতে হয়েছে আমাদের, কিন্তু কখনো ভেঙে পড়িনি। মেয়েকে ভালোবেসে, সাহস দিয়ে বড় করেছি। ও আমাদের গর্ব।

শিক্ষক রেজাউল ইসলাম জানান, লিতুনের এই কৃতিত্ব কোনো আকস্মিকতা নয় এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, মনোযোগ এবং এক দুর্দমনীয় ইচ্ছাশক্তি।

শুধু এবারের এসএসসি নয়, এর আগেও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল লিতুন। পেয়েছে বৃত্তিও। সেই সঙ্গে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় গান, কবিতা আবৃত্তি ও রচনায় জিতেছে বহু পুরস্কার।

শারীরিক প্রতিবন্ধকতা যেন তার প্রতিভা ও মনোবলের কাছে পরাজিত হয়েছে। লিতুন জিরার এই সাফল্য শুধু তার নিজের নয়, এটি বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য এক অনন্য অনুপ্রেরণা।