শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ৫:০৯
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চার তরুণের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। আহত অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, বুধবার রাত দেড়টার দিকে হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চার তরুণের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাই।

নিহতরা হলেন রানা নায়ক (১৭), শ্রাবণ নায়ক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান। এ ঘটনায় আহত রবি বুনার্জী (২০) নামের একজনকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, রাতেই চারজনের মরদেহ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে রবি বুনার্জীকে নেওয়া হলে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকায় চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়।

স্বজনদের বরাতে জানা গেছে, তারা সবাই একটি সেপটিক ট্যাংকে নেমেছিলেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।