সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় আহত ফায়ার কর্মীর মৃত্যু

2 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহানুজ্জামান নয়ন (২৮)।

এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন হাবিবুর রহমান (২৬) ও মনিরুল ইসলাম নামে আরও দুই কর্মী। নিহত সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের মো. আক্তারুজ্জামানের একমাত্র ছেলে তিনি।

আহত মনিরুল বারিধারা ফায়ার স্টেশনের ইনচার্জ সৈয়দ মনিরুল ইসলাম। আগুন নেভানোর কাজে তার ডান হাতের আঙুল কেটে যায়।

ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন।

তিনি বলেন, আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কে ট্রাকের চাপায় আমাদের একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন।

জাহেদ কামাল বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আরেক ফায়ার কর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হয়েছেন; তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ফায়ার ফাইটারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

- Advertisement -

এদিকে ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকচালককে ধরে ফেলতে সক্ষম হন শিক্ষার্থীরা। তারা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ওই ট্রাকচালক দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিলেন। পরে ব্যারিকেড দিলে চালক ট্রাক থামান। পরে তাকে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

বুধবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে ট্রাকচাপায় আহত হন ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

- Advertisement -

 

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *