সিরিজ হাতছাড়া, পাল্লেকেলেতে লজ্জার হার বাংলাদেশের

খেলা ডেস্ক :
প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ৫:২৩
সিরিজ হাতছাড়া, পাল্লেকেলেতে লজ্জার হার বাংলাদেশের

সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানের বড় ব্যবধানে হার মানে টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক লঙ্কানরা।

টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৫ রান। অধিনায়ক কুশল মেন্ডিস একক নৈপুণ্যে ইনিংস গড়েন ১২৪ রানের ঝকঝকে ইনিংস খেলে। তার সঙ্গে আসালাঙ্কার ৫৮ রানের ইনিংস বড় সংগ্রহে ভূমিকা রাখে।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম চার ওভারেই ফিরেন তানজিদ (১৭) ও শান্ত (০)। এরপর একের পর এক ব্যাটার আসা-যাওয়ার মিছিলে নাম লেখান। হৃদয় কিছুটা প্রতিরোধ গড়লেও (৫১), জয় ধরা দেয়নি। শেষ পর্যন্ত ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস।

সিরিজ শেষ হলেও দুই দল আবার মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচ বৃহস্পতিবার, একই ভেন্যু পাল্লেকেলেতে।

পাল্লেকেলেতে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ, তবে চোখ রাঙাচ্ছে বৃষ্টি