সিলেট সীমান্তঘেঁষা ভারতের তিন জেলায় রাত্রিকালীন কারফিউ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১০ মে, ২০২৫, ৭:৫৬
সিলেট সীমান্তঘেঁষা ভারতের তিন জেলায় রাত্রিকালীন কারফিউ

সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলায় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির স্থানীয় প্রশাসন। সীমান্ত এলাকায় বেআইনি অনুপ্রবেশ ও চোরাচালান রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ মে) থেকে কার্যকর হওয়া এই কারফিউ বলবৎ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলস জেলার প্রশাসন পৃথক আদেশে কারফিউ ঘোষণা করে।

সিলেটের জেলা প্রশাসক মো. শের মাহবুব মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের জৈন্তিয়া হিলস জেলা থেকে আমাদের কাছে কারফিউর অনুলিপি পাঠানো হয়েছে। এটি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত।

এ বিষয়ে সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। চোরাচালান ও অবৈধ পারাপার ঠেকাতে টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

ভারতের পূর্ব জৈন্তিয়া হিলস জেলার জেলা ম্যাজিস্ট্রেট শিবাংশ আরস্থির সই করা আদেশে বলা হয়, আন্তর্জাতিক সীমান্ত পুরোপুরি সুরক্ষিত নয়। এতে করে চোরাকারবারি, জঙ্গি ও অনুপ্রবেশকারীদের অবৈধ তৎপরতার আশঙ্কা রয়েছে। শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় সীমান্তবর্তী ৫০০ মিটার এলাকায় কারফিউ জারি করা হলো।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ‘শিলং টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকায় কাঁটাতারের ঘাটতি থাকায় রাতের বেলায় অনুপ্রবেশ ও অবৈধ কার্যক্রম বাড়ার ঝুঁকি রয়েছে। এ কারণেই মেঘালয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।