অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ পেল সাদেক সাব্বিরের ‘দ্য লাস্ট ওয়ার্ড’

1 Min Read

বিনোদন ডেস্ক : 

চলচ্চিত্র নির্মাতা সাদেক সাব্বিরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট ওয়ার্ড’ অস্ট্রেলিয়ার SOLASTA INTERNATIONAL FILM FESTIVAL (SIFF)-এ আমন্ত্রণ পেয়েছেন। চলতি বছরের মে মাসে সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এ উৎসবে পৃথিবীর ২৫টি দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। Solasta creative Council উৎসব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দ্য লাস্ট ওয়ার্ড’।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ এবং আইমন শিমলা। উৎসবের আমন্ত্রণ প্রসঙ্গে সাদেক সাব্বির বলেন, এটি শুধু আমার জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য আনন্দের একটি সংবাদ। এর আগে এই চলচ্চিত্র নিয়ে আমরা সাউথ কোরিয়ায় দেশের প্রতিনিধিত্ব করেছি। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়ানো সবসময়ই গর্বের বিষয়। এবার অস্ট্রেলিয়ার মতো বড় আসরে অংশগ্রহণ করতে পারাটা আমাদের জন্য আরেকটি বড় অর্জন।

উল্লেখ্য, দ্য লাস্ট ওয়ার্ড চলচ্চিত্রটি ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার ইয়ুসো ইন্টারন্যাশনাল ওয়েব ফেস্টে আমন্ত্রণ পেয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা অর্জন করে। সাদেক সাব্বির এবং চলচ্চিত্রটির অভিনেতা ইমতিয়াজ বর্ষণ সে উৎসবে অংশ করেন।

জানা যায়, চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য সাদেক সাব্বির ও টিম ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। সোলাস্টা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এর মতো বৃহৎ আসরে বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সংস্কৃতি ও গল্পের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *