আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে দ্বিতীয় দিনেও চলছে অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনেও চলছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টায় শুরু হওয়া এ কর্মসূচিতে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন ছাত্র, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।
প্রথমে এনসিপির নেতা-কর্মীরা অবস্থান নিলেও পরবর্তীতে আপ বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কর্মসূচিটি বিস্তৃত হয়। স্লোগানে স্লোগানে মুখর এই অবস্থানে কিশোর-তরুণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।
নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, ইসলামী ছাত্রশিবিরের সিবগাতুল্লাহ, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিসহ অনেকে। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু তা না হওয়ায় তারা রাস্তায় নেমেছেন।
সকাল সোয়া ৮টা পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময় কর্মসূচি চলছিল। আন্দোলনের ব্যাপকতা বাড়ায় নিরাপত্তা বাহিনী পুরো এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আপনার মতামত লিখুন