আন্তর্জাতিক মা দিবসে সব মায়েদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশ: ১১ মে, ২০২৫, ৩:৩৭
আন্তর্জাতিক মা দিবসে সব মায়েদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশ্ববাসীর সব মায়েদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমি বাংলাদেশসহ সারা বিশ্বের সব মায়ের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, যার শিক্ষায় ও স্নেহে গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম।”

তিনি আরও বলেন, “মা দিবস সামাজিক ও পারিবারিক কাঠামোয় মায়ের অবদানকে স্মরণ ও সম্মান জানানোর একটি আন্তর্জাতিক উপলক্ষ। যদিও প্রতিটি দিনই সন্তানের কাছে মায়ের জন্য ভালবাসার, তবুও আলাদাভাবে আজকের দিনটি মাকে উৎসর্গ করার একটি অনন্য দিন।”

তারেক রহমান বলেন, “শৈশব থেকে সব অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে মায়ের নাম। একজন সুমাতা-ই পারেন সন্তানকে আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, যা একটি উন্নত জাতি গঠনের পূর্বশর্ত।”

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, “রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং সমাজে নারীর অগ্রগতিতে খালেদা জিয়ার ভূমিকা অনন্য। বিএনপির শাসনামলে নারী শিক্ষার প্রসারে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন। আজকের এই দিনে তাঁকেও জানাই গভীর শ্রদ্ধা।”