আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: মুহাম্মদ ইউনূস

বিশেষ প্রতিনিধি :
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ৪:৫৬
আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি এরইমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি।

মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশে বলেন, আপনারা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন, যা আমাদের যথাযথভাবে স্বীকৃতি দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসীদের সঙ্গে নিয়মিত আলোচনা করে তাদের অভিযোগ শুনছি এবং সেগুলো সমাধানের চেষ্টা করছি। বিশেষ করে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সরকারি সেবা প্রবাসীদের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়।

প্রবাসীদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরির কথাও জানান অধ্যাপক ইউনূস, যা মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী এক প্ল্যাটফর্মে সংযুক্ত থাকবেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “অর্থনীতি এখন স্বস্তির দিকে এগোচ্ছে এবং এতে প্রবাসীদের অবদান অপরিসীম।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবার প্রবাসীরা ভোটার হবেন এবং ভোট দেবেন। আমরা নির্বাচন কমিশনারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি এবং তারা প্রস্তুতি নিচ্ছেন।

সভায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দূতাবাসে কর্মীর সংখ্যা বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা প্রদান, অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণ এবং বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত ছিল। এ বিষয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার (১১ আগস্ট) থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় রয়েছেন। মঙ্গলবার সকালে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।