আরএমপি’তে ট্যাকটিকাল মেডিকেল কোর্সের উদ্বোধন

সজল মাহমুদ, রাজশাহী :
প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ১:২৮
আরএমপি’তে ট্যাকটিকাল মেডিকেল কোর্সের উদ্বোধন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ক্রাইসিস রেসপন্স টিম (CRT) ও বোম ডিসপোজাল ইউনিট (BDU) সদস্যদের অংশগ্রহণে ট্যাকটিকাল মেডিকেল কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় আরএমপি’র পিওএম কনফারেন্স রুমে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আওতায় ATA (Anti-Terrorism Assistance) এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি – চলতি দায়িত্বে) মো. গাজিউর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি অ্যান্ড এলআইসি) মো. রকিবুল হাসান ইবনে রহমান এবং ATA প্রশিক্ষক Mr. Richard Roman।

প্রশিক্ষণ কর্মসূচিতে CRT ও BDU ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করছেন। কোর্সটি আধুনিক সন্ত্রাসবিরোধী অভিযানে মাঠ পর্যায়ে জরুরি চিকিৎসা সহায়তা প্রদানে সদস্যদের দক্ষতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।