আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

By জাফর আলম, কক্সবাজার :

2 Min Read
ফাইল ছবি।

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। রোববার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে ফেরার পথে কয়েকটি ট্রলার ঘাটে ফিরছিল।

এ সময় আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলার আটক করে ১৪ মাঝিমল্লাহকে ধরে নিয়ে যায়। এর মধ্যে একটি ট্রলারের মালিক টেকনাফের ডেইলপাড়ার ফরিদ আলম ও অন্যটির মালিক নাইট্যংপাড়ার ছৈয়দ আলম।

এর আগের দিন শনিবার (২৩ আগস্ট) দুপুরে একই এলাকা থেকে আরও একটি নৌকা আটক করে ১২ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তারও আগে ১২ আগস্ট পাঁচ জেলে এবং ৫ আগস্ট দুই জেলেকে ট্রলার-জালসহ ধরে নিয়ে যায় সংগঠনটি।

পরিসংখ্যান বলছে, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২৩৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি ট্রলার-নৌকা ফেরত এসেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে প্রশাসন কাজ করছে।

টেকনাফে ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *