আহতদের চিকিৎসায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং বিশেষায়িত চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার পর এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে জানান, বার্ন ইউনিটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এমন দুইজন চিকিৎসক ও একটি ছোট নার্সিং টিম মঙ্গলবারই ঢাকায় পৌঁছাবে। তিনি বলেন, “তাদের সঙ্গে প্রাথমিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে। প্রয়োজনে আরও চিকিৎসক দল পাঠানো হবে।”
বিবিসি বাংলা জানায়, সোমবারের দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ফোন করে সহমর্মিতা জানান এবং যেকোনো সহযোগিতার আশ্বাস দেন। ওইদিন সন্ধ্যায় এক্স (পূর্বের টুইটার)-এ শোক জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।”
ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ চলছে বলে জানা গেছে। বাংলাদেশ সরকার দিল্লিকে জানায়, আহতদের অধিকাংশই দগ্ধ হয়েছেন এবং বার্ন চিকিৎসায় অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক ও অত্যাধুনিক সরঞ্জাম প্রয়োজন। সেই অনুরোধের ভিত্তিতেই দ্রুত ব্যবস্থা নেয় ভারত।
ভারতের পক্ষ থেকে আরও চিকিৎসক, নার্স ও চিকিৎসা সামগ্রী পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।
আপনার মতামত লিখুন