আ.লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ‘জুলাই জনতার বিজয়’: উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়াকে ‘জুলাই জনতার আরেকটি বিজয়’ হিসেবে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার (১১ মে) রাত সাড়ে নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি এস্টাবলিশমেন্টের ভেতরে থাকা আওয়ামী লীগ–সমর্থকদের উদ্দেশে বলেন, “সতর্ক হয়ে যান। একটু অসতর্কতা পরের বার আপনাদের পতনের কারণ হতে পারে। জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই।”
আসিফ মাহমুদ বলেন, রাজপথের লড়াই থামেনি, বরং তা আরও বিস্তৃত হয়েছে। ‘জুলাই আন্দোলন’ থেকে আসা ছাত্র–জনতার প্রতিনিধিত্ব করাই এখন তাঁর মূল দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সরকারে থাকার অভিজ্ঞতা তুলে ধরে আসিফ লিখেছেন, “সরকার কোনো ভুল করলে, সেটা আমাদের এখতিয়ারভুক্ত না হলেও জনতার কাঠগড়ায় আমাদের দাঁড় করানো হয়। আবার মাঠে আন্দোলন হলে এস্টাবলিশমেন্ট আমাদের সন্দেহের চোখে দেখে।”
আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের আরেক সদস্য মাহফুজ আলমকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া ফটোকার্ডের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ লিখেছেন, “এমন মিথ্যাচার বন্ধ করুন। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া অনুচিত।” তিনি জানান, মাহফুজ আলম শুরু থেকেই দলটিকে নিষিদ্ধ করার যৌক্তিকতা ও পদ্ধতি নিয়ে যুক্তি দিয়েছেন।
স্ট্যাটাসের একাংশে আসিফ মাহমুদ বলেন, “গণ-অভ্যুত্থানের শহীদদের পক্ষ থেকে সরে গেলে আমার আর এখানে কাজ নেই। যত দিন উপদেষ্টা পরিষদ জনরায়ের বাস্তবায়ন করবে, তত দিন আমি থাকব।”
আপনার মতামত লিখুন